স্টাফ রিপোর্টার :: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নাগরিকরা এখন থেকে ৩৩৩ এ ফোন করে পাবেন বিভিন্ন ধরনের নাগরিক সেবা ও তথ্য। জানাতে পারবেন বিভিন্ন অভিযোগও। নাগরিকদের সব সেবা ডিজিটাল করার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার গুলশানে ডিএনসিসি নগর ভবনে আনুষ্ঠানিক এ সেবার উদ্বোধন করা হয়।

আতিকুল ইসলাম বলেন, এখন খাবার যেমন ঘরে বসেই অর্ডার করে পাওয়া যায়, তেমনি সিটি করপোরেশনের বিভিন্ন ধরনের সেবা ঘরে বসেই নাগরিকরা পাবেন এমন উদ্দেশ্য নিয়েই আমরা কাজ করছি।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, জনগণের কাছে জবাবদিহিতার চ্যালেঞ্জ এটি। নাগরিকদের সেবা আমাদের নিশ্চিত করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের পরিকল্পনা আছে ৫৪টি ওয়ার্ড থেকেই জন্মসনদ দেওয়ার। এরপর পরিকল্পনা আছে জন্মসনদ, ট্রেড লাইসেন্সের মতো দলিল যাতে করে ঘরে বসেই পান নাগরিকরা।

এ সময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমেদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, একসেস টু ইনফরমেশন (এটুআই) এর প্রকল্প পরিচালক আব্দুল মান্নান প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here