ষ্টাফ রিপোর্টার :: সুপারকোপা ডি এস্পানার শিরোপা জয়ের মাধ্যমে বার্সেলোনার ইতিহাসে সর্বাধিক শিরোপা জয়ের বিরল কৃতিত্ব অর্জেন করলেন ক্লাবের আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

রবিবার টানজিয়েরে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে লা লিগা প্রতিপক্ষ সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বার্সেলোনা।

এই জয়ে ৫ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি কাতালান ক্লাবের হয়ে সর্বাধিক ৩৩টি শিরোপা জয়ের রেকর্ডে নাম লেখান। বার্সা কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তাকে টপকে বিরল এই নজির গড়েন তিনি।

প্লে মেকার ইনিয়েস্তা বার্সেলোনা ছেড়ে জাপানের ভিসেল কোবে যোগ দেয়ার পর অধিনায়কের দায়িত্বটিও এখন পালন করছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

৩১ বছর বয়সী এই ফুটবল তারকা এ পর্যন্ত ৯টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, ৬টি কোপা দেল রে এবং ৮টি সুপার কোপা শিরোপা জয় করেছেন। একই সঙ্গে তিনি জয় করেছেন উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাও।

বার্সা ও মেসির পরবর্তী মিশন জোয়ান গ্যামপার ট্রফি। আগামী শনিবার আলাভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে বুধবার জোয়ান ট্রফির ম্যাচে বোকা জুনিয়র্সের মোকাবেলা করবে বার্সেলোনা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here