ষ্টাফ রিপোর্টার :: ক্যারিয়ারের শুরু থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলা সাকিব আল হাসানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার ঠিকানা বদল হলো। দুই কোটি রূপিতে (২ কোটি ৬২ লাখ টাকা) বাংলাদেশের অলরাউন্ডারকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
সাকিবের ভিত্তিমূল্য ছিল এবার ১ কোটি রুপি। প্রথম ডাকেই তাকে নিতে আগ্রহী হয় সানরাইজার্স। সাকিবকে নিতে তাদের সঙ্গে বিডিংয়ে যোগ দেয় রাজস্থান রয়্যালসও। শেষ পর্যন্ত ২ কোটিতেই তাকে পেয়ে যায় সানরাইজার্স।
আইপএলে ২০১১ সালে সাকিব ৪ লাখ ২৫ হাজার ডলারে যোগ দেন কলকাতায়। ২০১৪ আইপিএলের নিলামে আবার তারা সাকিবকে কিনে নেয় ২ কোটি ৮০ লাখ রুপিতে। তবে এবার দলটি আর সাকিবকে নিতে আগ্রহ দেখায়নি।
দুই দিনব্যাপী নিলামের প্রথম সকালে সবচেয়ে বড় ঝড় তুলেছেন বেন স্টোকস। ২ কোটি ভিত্তি মূল্যের স্টোকসকে ১২ কোটি ৫০ লাখ রুপিতে নিয়েছে আইপিএলে ফিরে আসা রাজস্থান রয়্যালস। ১৪ কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিকে আগের আসরে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ছিলেন তিনি। প্রথম ডাকে ক্রিস গেইলকে নেয়নি কোনো দল। প্রথমবার আইপিএলের নিলামে নাম উঠিয়ে দল পাননি জো রুটও। তবে পরে আবার নিলামে উঠবে তাদের নাম।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here