ঢাকা : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৪ জানুয়ারির পর বিরোধীদল বিএনপির সঙ্গে আলোচনা করে ফের একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচনের আয়োজন করবে সরকার।

একইসঙ্গে তিনি বলেন, ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই পেছানো বা বাতিল করা সম্ভব নয়।

রবিবার দুপুরে সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এ সময় দশম জাতীয় সংসদ নির্বাচনে কোনো বাধা সৃষ্টি না করার আহ্বান জানান যোগাযোগমন্ত্রী।

তিনি বলেন, এই নির্বাচন হয়ে যাক। কারণ ২৪ জানুয়ারির পর বিরোধীদলের সঙ্গে আলোচনা করব, তা আমরা আগেই বলেছি।

ওবায়দুল কাদের বলেন, দীর্ঘস্থায়ী স্বস্তির জন্য আমাদের অস্থায়ী দুর্ভোগ পোহাতে হবে। ৫ জানুয়ারির নির্বাচন সংবিধান ও বাস্তবসম্মত।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here