স্টাফ রিপোর্টার।

1440132826_21auguattacঢাকা: ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন উপলক্ষে দিনব্যপী কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। ঐ দিন বিকেল ৪টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা করবে দলটি।দলটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপের স্বাক্ষরিত এক বিবৃতি সূত্রে জানা যায়।

একই সাথে আলোচনা সভা করবে আওয়ামী যুবলীগ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট। এই দিন ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এ গ্রেনেড হামলার প্রধান টার্গেট ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তত্কালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাকে হত্যা এবং আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চালানো হয় বর্বরোচিত ও পৈশাচিক এ গ্রেনেড হামলা। এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নারী নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। শেখ হাসিনাসহ ৫ শতাধিক মানুষ আহত হন সেদিনের সে ঘটনায়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here