এ এম এ মুহিতস্টাফ রিপোর্টার :: অর্থমন্ত্রী এ এম এ মুহিত বলেছেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে সার্বিক দারিদ্র্য থেকে মুক্ত হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন মেগা প্রকল্পের পাশাপাশি সব খাতে অন্যান্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

মন্ত্রী আজ বৃহস্পতিবার নগরীর আগারগাঁওয়ে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) ঋণ ব্যবস্থাপনা পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে এ আশাবাদ প্রকাশ করে বলেন, অতি দারিদ্র্য ২০২৪ সালের মধ্যে দূর হবে এবং এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।

মুহিত বলেন, দারিদ্র্য নিরসনে ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থাগুলোর অতি দারিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দারিদ্র্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনেক সংস্থা ও এনজিও অতি দারিদ্র্য জনগোষ্ঠী দারিদ্র্যের হার কমে আসছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম ইউনুসুর রহমান ও বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। এতে সভাপতিত্ব করেন এসডিআই চেয়ারপার্সন এম আই চৌধুরী।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here