বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপিস্টাফ রিপোর্টার :: ২০১৮ সালে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়িত হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি।
শুক্রবার বিকালে কেরানীগঞ্জে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর আওতাধীন ৪টি উপকেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন ও ১টি উপকেন্দ্রের বিদ্যুতায়ন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

এসময় তিনি বলেন, ইতিমধ্যে দেশের ৭৭টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এসেছে। বিদ্যুতের উৎপাদন বাড়াতে নানা প্রকল্প হাতে নেয়া হয়েছে। অসংখ্য কেন্দ্র উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। বেশকিছু প্রকল্প নির্মানাধীন। এসব পুরোপুরি বাস্তবায়িত হলে ২০১৮ সালে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়িত হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুতের ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। নিয়মিত বিল পরিশোধ করতে হবে। এখন পর্যন্ত বিভিন্ন সংস্থার কাছে ৪/৫ হাজার কোটি টাকা বিল বাকি রয়েছে। তবে ভবিষ্যত এমনটি হবে না। সারা দেশে ২ কোটি প্রি-পেইড মিটারের দেয়া হবে। এতে বিদ্যুতের চুরি বা বিল বকেয়ার সুযোগ থাকবে না।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর বোর্ড সমিতির সভাপতি মোহাম্মদ শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মইন উদ্দিন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।

বক্তব্য রাখেন কেরানীগঞ্জ ইউএনও শাহে এলিদ মাইনুল আমিন, ঢাকা পল্লী বিদ্যুৎ-৪ এর সিনিয়র জেনারেল ম্যানেজার রবিউল হোসেন, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here