iphone-6-iphoneইউনাইটেড নিউজ ডেস্ক :: নানা স্মার্টফোনের মধ্যে কোনটি সেরা, তা নিয়ে বিভ্রান্তিতে পড়তে হয় ব্যবহারকারীদের। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো করে স্মার্টফোনের র‌্যাংকিং করে। এতে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি কিংবা কোনো দেশের বাজারের চাহিদা প্রকাশ পায়। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে তাদের দৃষ্টিতে স্মার্টফোনের ক্ষেত্রে ১০টি সেরা মডেলের নাম। উপমহাদেশের হিসাবে এ স্মার্টফোনগুলোকেই বাজারের সেরা হিসেবে ধরা যায়।
১. অ্যাপল আইফোন সিক্স প্লাস
আপনি যদি অ্যাপলের আইওএস অপারেটিং সিস্টেম ও ফ্যাবলেট একত্রে কিনতে চান তাহলে এর জুড়ি নেই। অন্য ফ্যাবলেটের তুলনায় এর ধাতব বডি ব্যবহারকারীদের অনেকখানি স্বস্তি দেয়। এর ডিজাইন, হার্ডওয়্যার ও সফটওয়্যারের অনবদ্য সমন্বয় ব্যবহারকারীদের পছন্দে সেরা স্মার্টফোন হতে সাহায্য করেছে। এতে রয়েছে ৫.৫ ইঞ্চি স্ক্রিন, যা আগের ভার্সনের তুলনায় বড়। এ ছাড়াও অসংখ্য অ্যাপ রয়েছে ব্যবহারকারীদের আগ্রহ মেটানোর জন্য।
২. স্যামসাং গ্যালাক্সি নোট ৪
স্যামসাং নির্মিত গ্যালাক্সি নোট তাদের সেরা স্মার্টফোন। ৫.৭ ইঞ্চি স্ক্রিনের ফোনটিতে রয়েছে সবচেয়ে স্বচ্ছ স্ক্রিন। এর কিনারাগুলো নির্মিত হয়েছে ধাতব পদার্থ ব্যবহার করে। ফলে আগের ভার্সনের তুলনায় এটি ব্যবহারকারীদের স্বস্তি দেয়। ফ্যাবলেটের আকারে কোনো স্মার্টফোন কিনতে চাইলে এর জুড়ি নেই।
৩. মটো জি (দ্বিতীয় প্রজন্ম)
বিশ্বখ্যাত মটোরোলা কম্পানির বাজারে ছাড়া স্মার্টফোন মটো জি বাজারের অন্যতম সেরা অ্যান্ড্রয়েড ফোন। গুগলের নেক্সাস ফোনের মতোই এতে রয়েছে প্রায় অবিকৃত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এর দাম যেমন কম তেমন ফিচারগুলোও অসাধারণ।
৪. সনি এক্সপেরিয়া জেড৩
সনির ফ্লাগশিপ স্মার্টফোনটি বাজারের অন্যতম সেরা অ্যান্ড্রয়েড ফোন। এতে রয়েছে ঝকঝকে ৫.২ ইঞ্চি স্ক্রিন। এ ছাড়াও পানি নিরোধক বডি ও অসাধারণ ক্যামেরা রয়েছে এতে। আইফোন সিক্স কিংবা গ্যালাক্সি এস৫-এর জাপানি কায়দায় প্রতিযোগী এ মানসম্মত ফোনটি। এতে রয়েছে ২০.৭ মেগাপিক্সেল পেছনের ক্যামেরা। ব্যাটারি ব্যাকআপ ও মোবাইল গেমিংয়ের সুবিধাও রয়েছে এতে।

৫. ওয়ানপ্লাস ওয়ান

সাড়ে পাঁচ ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনটিতে রয়েছে দারুণ সফটওয়্যার ও হার্ডওয়্যারের সংমিশ্রণ। তবে চীনা এ নির্মাতার স্মার্টফোনটি আপনি ইচ্ছে করলেই কিনতে পারবেন না। এ ফোনটির সরবরাহ খুবই সীমিত। বর্তমানে এ ফোনটি ব্যবহার করেন এমন কোনো ব্যবহারকারীর আমন্ত্রণ পেলেই কেবল ফোনটি কিনতে পারবেন আপনি।
৬. অপ্পো ফাইন্ড ৭
চীনা মোবাইলফোন নির্মাতা অপ্পোর ‘ফাইন্ড ৭’ মডেলের স্মার্টফোনটি অনেক ব্যবহারকারীরই দৃষ্টি আকর্ষণ করেছে। বাজারে এ ফোনটি বেশ কম দামেই পাওয়া যাচ্ছে। সাড়ে পাঁচ ইঞ্চি ডিসপ্লের এ স্মার্টফোনটির স্ক্রিন কিউএইচডি (২৪৪০ ইন্টু ১৫৬০)। এতে রয়েছে ২.৩ গিগাহার্জ কোয়াড কোর স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর ও ৩ জিবি র‌্যাম।
৭. জিয়াওমি মি ৩
চীনা নির্মাতা জিয়াওমির মি ৩ মডেলটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এ ফোনটির ফিচারগুলো অনেকটা গুগলের নেক্সাস ৫-এর মতো হলেও দাম প্রায় অর্ধেক। আর তাই দামের দিক বিবেচনায় এটি বাজারের অন্যতম সেরা ফোন।

৮. এইচটিসি ওয়ান (এম৮)
এইচটিসির ফ্লাগশিপ স্মার্টফোন এইচটিসি ওয়ান (এম৮) অনেক ব্যবহারকারীর দৃষ্টিতেই সেরা অ্যান্ড্রয়েড স্মার্টফোন। এর ডিজাইন যেমন অসাধারণ তেমন মেটাল ডিজাইনের বডিও যথেষ্ট মজবুত। এতে রয়েছে ক্যামেরার সহযোগী একটি অতিরিক্ত সেন্সর। ফলে প্রয়োজন অনুযায়ী ছবির ফোকাস পরিবর্তন করতে পারবেন ব্যবহারকারীরা।
৯. মটোরোলা মটো এক্স
বিশ্বখ্যাত মটোরোলা কম্পানির এই সেপ্টেম্বরে বাজারে ছাড়া স্মার্টফোনটি বাজারের অন্যতম সেরা অ্যান্ড্রয়েড ফোন। গুগলের নেক্সাস ফোনের মতোই এতে রয়েছে প্রায় অবিকৃত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এর স্ক্রিন ৫.২ ইঞ্চি।
১০. নোকিয়া লুমিয়া ৮৩০
এটি স্মার্টফোনের বাজার দখলের চেষ্টায় মাইক্রোসফটের মালিকানাধীন নোকিয়ার আরেকটি চেষ্টা। মধ্যবর্তী মডেল ও দামি মডেলের মাঝের শূন্যস্থান পূরণের উদ্দেশ্যেই এ ফোনটি ছাড়ে নোকিয়া। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনটির ৫ ইঞ্চি স্বচ্ছ স্ক্রিন রয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here