strickকলকাতা: বাংলা বনধের দিন পরিবর্তন করল কংগ্রেস৷ ২০ অগাস্টর পরিবর্তে ১৮ অগাস্ট ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিল কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, ২০ অগাস্ট রাজীব গান্ধীর জন্মদিন হওয়ায় তারা বনধের দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে৷
বর্ধমানের কেতুগ্রামে দুষ্কৃতীদের গুলিতে এক ছাত্রীর মৃত্যু এবং পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ছাত্রের মৃত্যুর ঘটনার প্রতিবাদে  রবিবার শিলিগুড়িতে বনধের ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি আগামী ২০ অগস্ট ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের ডাক দিয়েছিলেন। প্রদেশ সভাপতি জানিয়েছিলেন, “২০ অগাস্ট প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মদিনেই বন্‌ধের  ডাক দিয়েছে কংগ্রেস। কারণ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গাঁধী বরাবরই কংগ্রেসকে আন্দোলনের পথে রাখতে চাইতেন। ছাত্র-ছাত্রীদের মৃত্যুর প্রতিবাদে বন্‌ধ পালন এই আন্দোলনেরই অঙ্গ।” সূত্রের খবর, কংগ্রেস হাইকমান্ড ওইদিন বনধে আপত্তি জানানোয় বাংলা বনধ এগিয়ে আনতে বাধ্য হলেন অধীর চৌধুরি৷

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here