ঢাকা: অবরোধের ষষ্ঠ দিন রাজধানীর রামপুরা থানা এলাকায় ২০টি পেট্রলবোমাসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে একটি ভাঙারি দোকান থেকে আটক করা হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বৃহস্পতিবার সকাল আটটার দিকে ওই মহিলাকে আটক করা হয়।

রামপুরা সুপার মার্কেটের সামনে একটি ভাঙারি দোকানে তার কাছে ২০টি পেট্রলবোমা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে সকাল সাড়ে সাতটায় তেজগাঁওয়ে বিএসটিআই অফিসের সামনে একটি ছোট পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে কেউ হতাহত হয়নি।

অপরদিকে সকাল সোয়া সাতটায় মিরপুরে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

মিরপুর মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন জানান, মিরপুর ১০ নম্বর গোলচত্বরে ফায়ার সার্ভিসের তিন নম্বর গেইটে কে বা কারা ককটেলগুলোর বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here