চট্টগ্রাম: ইরাকে অবৈধভাবে অবস্থান করায় ১৯ বাংলাদেশিকে চট্টগ্রামে ফেরত পাঠাল বাগদাদ।
সোমবার সকাল ১০টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট তাদের নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চট্টগ্রাম বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, টুরিস্ট ভিসায় চট্টগ্রাম থেকে ইরাকে গিয়েছিলেন এই ১৯ বাংলাদেশি। সন্দেহজনক আচরণের কারণে তারা আটক হন ইরাকি পুলিশের হাতে । ইরাকে অবস্থানের জন্য বৈধ কাগজপত্র না থাকায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। প্রথমে দুবাই ও পরে সেখান থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে চট্টগ্রামে ফেরত পাঠানো হয় তাদের।

ফেরত আসা বাংলাদেশিদের কয়েকজন রাইজিংবিডিকে বলেছেন, তারা দালালের মাধ্যমে টুরিস্ট ভিসায় ইরাক গিয়েছিলেন। ইরাকে যাওয়ার জন্য তারা প্রত্যেকে দালালকে ৪ থেকে ৫ লাখ টাকা দিয়েছেন। কিন্তু ইরাকে নিয়ে কোনো কাজ না দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ইরাকি পুলিশ তাদের আটক করে দেশে ফেরত পাঠাল।
চট্টগ্রাম বিমানবন্দর ম্যানেজার উইং কমান্ডার নূর আলম জানান, নিম্ন আয়ের এসব মানুষ ভাগ্যের চাকা ফেরাতে বিদেশে পাড়ি দিয়েছিলেন। বিমানবন্দরে নেমে তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here