১৮ রোহিঙ্গা শার্শায় আটকইয়ানূর রহমান, শার্শা প্রতিনিধি :: যশোর মহাসড়কের আমড়াখালি চেকপোষ্ট থেকে ১৮ জন রোহিঙ্গা স্মরনার্থীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার বেনাপোল থেকে ছেড়ে যাওয়া সোহাগ পরিবহনের ঢাকা মেট্রো- ব- ১৪৭৮৬২ নং পরিবহনটি তল্লাশি করে এদের আটক করা হয়।

৪৯, বিজিবি বেনাপোল আমড়াখালী চেকপোষ্টের সুবেদার মিজানুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ পরিবহনের বাসটি তল্লাশি করে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের পরিচয় দেয় তাদের বাড়ি মায়ানমারে।

তারা কক্সবাজারের বাংলাদেশ শিবীরে আশ্রয় না পেয়ে ভারত যাওয়ার উদ্দেশ্য গত ১২ সেপ্টেম্বর দালালের মাধ্যমে বেনাপোল আসে। তারা ভারতে পার হতে না পেরে পুনরায় কক্সবাজারে ফিরে যাওয়ার পথে আটক হয়।

আটককৃতদের মধ্যে ৯ জন শিশু ৫ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করে আটককৃতদের হস্তান্তর করা হযেছে।

আটক রোহিঙ্গাদের মধ্যে সালাম নামে একজন জানান, তারা কক্সবাজারের কুতুপালন রহিঙ্গা ক্যাম্প থেকে দালালদের মাধ্যমে ভারত যাওয়ার জন্য পালিয়ে এসেছে। তারা ভারত যেতে না পেরে আবার কক্সবাজারে ফেরত যাওয়ার সময় বাস থেকে আটক হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here