পিরোজপুর : পিরোজপুরের ভান্ডারিয়ার কচা নদী থেকে ১টি কার্গো জাহাজসহ ১০ হাজার বস্তা ইউরিয়া সার আটক করেছে ভান্ডারিয়া থানা পুলিশ।

ভান্ডারিয়া থানা সূত্রে জানাগেছে, বুধবার রাত ১০ টার দিকে ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক মোঃ কামরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে কচা নদীর চরখালী লঞ্চ ঘাট থেকে ওই কার্গো জাহাজটিকে আটক করে। এ সময় ওই জাহাজে থাকা ৯৯৮০ বসত্মা সারের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারলে পুলিশ তা আটক করে।

ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক মোঃ কামরুল ইসলাম জানান, তারা ১টি কার্গো জাহাজসহ ১০ হাজার বস্তা ইউরিয়া সার আটক করেছেন। এ সময় তারা জাহাজের মাষ্টার কামাল উদ্দিনসহ ২ জনকে আটক করেন।

জাহাজের  মাষ্টার মোঃ কামাল উদ্দিন জানান, তারা মংলা থেকে সার নিয়ে ঢাকা যাচ্ছিলেন। তাদের সার সংক্রান্ত বৈধ কাগজপত্র রয়েছে।

ভান্ডারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুর রশিদ জানান, তাদের আটকের পর তারা কোন কাগজপত্র দেখাতে পারেননি। তারা বৈধ কাগজপত্র দেখাতে পারলে ছেড়ে দেয়া হবে। তবে তাদের বৈধ কাগজপত্র থাকলেও বাইরে ২০ বসত্মা সার বিক্রির অভিযোগে তাদেকে বিচার করা হবে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান জানান, জাহাজে ১০ হাজার বস্তা সার ছিল। সেখান থেকে বিক্রির অভিযোগে তারা বিক্রিকৃত ২০ বস্তা সার আটক করেন। বৃহস্পতিবার বেলা ১১ টা পর্যনত্ম তারা বাকি ৯হাজার ৯৮০ বসত্মা সারের কোন কাগজপত্র দেখাতে পারেননি।

এর আগে কর্মচারীরা ওই জাহাজ থেকে ২০ বস্তা সার বিক্রি করে। পুলিশ ওই বিক্রিকৃত সার আটক করে থানায় নিয়ে যায়।

রশিদ আল মুনান/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here