বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে সম্পন্ন হলো গ্রামীণ ফোনের আর্থিক সহায়তায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কমের আয়োজিত হ্যালো শিশু সাংবাদিকদের প্রাক-বাছাই এর লিখিত ও মৌখিক পরীক্ষা।

শুক্রবার সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হয় লিখিত পরিক্ষা।

পরীক্ষায় অংশ নেয় বান্দরবানের বিভিন্ন স্কুল ও কলেজের ১০৯জন ছাত্র-ছাত্রী। লিখিত পরীক্ষা শেষে বেলা ১২টায় একই কেন্দ্রে পরীক্ষার্থীদের দুই দলে বিভক্ত করে গ্রহণ করা হয় মৌখিক পরীক্ষা।

হ্যালো শিশু সাংবাদিকদের প্রাক-বাছাই পরীক্ষায় উপস্থিত ছিলেন ডেইলি স্টারের বান্দরবান জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার বড়-য়া, সাংবাদিক উসিথোয়াই মারমা, ক্যমুই অং মারমা, মো.ইসহাক, নজরুল ইসলাম টিটু ও  মো.আবদুর রহিম। দুপুর ১টায় সম্পন্ন করা হয় পরীক্ষা।

কর্মসূচির দ্বিতীয় পর্বে আগামী ২৭ থেকে ২৯আগষ্ট পর্যন্ত তিনদিনের কর্মসূচিতে রয়েছে নির্বাচিত বিশজন শিশু সাংবাদিকের কর্মশালা,সনদ বিতরণ ও শিশু উৎসব (সাংস্কৃতিক অনুষ্ঠান)।

২৯আগষ্ট সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে বান্দরবান ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটরিয়ামে শিশু উৎসব বা সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে শিশু শিল্পীদের মাধ্যমে পরিবেশিত হবে শিশুবান্ধব বিভিন্ন গান, নৃত্য ও পাহাড়িদের আকর্ষণীয় নাচ।

এতে উপস্থিত থাকবেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক, শুভার্থী ও বিশিষ্টজনরা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here