HAPPY-FINAL1-655x330ইউনাইটেড নিউজ ডেস্ক :: হ্যাপি-রুবেল সম্পর্ক এখন আর বাংলাদেশে আটকে নেই৷ আটকে নেই ভারত তথা কলকাতাতেও৷ ওয়ার্ল্ড মিডিয়ায় আলোচনার বিষয়ে পরিণত হয়েছেন হ্যাপি-রুবেল৷ আন্তর্জাতিক সংবাজ মাধ্যম এই ইস্যুকে কেন্দ্র করে এখন তোলপাড়৷

গত ডিসেম্বরে ‘প্রতারক’ রুবেলের বিরুদ্ধে মিরপুর থানায় ঢলিউডের উঠতি অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপি ধর্ষণের মামলা রুজু করার পর থেকেই বাংলাদেশ ও কলকাতার মিডিয়ায় ফলাও করে সেই খবর প্রত্যহ প্রকাশিত হয়েছে৷ এখনও হচ্ছে৷ বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, রেডিও, অনলাইন ওয়েব পোর্টাল এই খবর নিয়মিত করে প্রকাশ করে চলেছে৷

রুবেল গ্রেফতার হওয়ার পর হিন্দুস্থান টাইমস, ইন্ডিয়া টুডে, এনডিটিভি খবরটি প্রচার করেছে৷ কলকাতার জনপ্রিয় কয়েকটি সংবাদপত্র এখন সেটা প্রচার করছে৷

এছাড়াও বিবিসি খবরটি নানা দৃষ্টিভঙ্গি থেকে প্রচার করেছে৷ আসন্ন ২০১৫ বিশ্বকাপের অন্যতম আয়োজক নিউজিল্যান্ডের একটি ওয়েব পোর্টাল গুরুত্ব সহকারে হ্যাপি-রুবেলের সংবাদ প্রকাশ করছে৷ মধ্যপ্রাচ্যের জনপ্রিয় ইংরাজি দৈনিক গালফ নিউজের শিরোনামেও উঠে এসেছেন হ্যাপি-রুবেল৷

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here