গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::

দিনাজপুর হিলিতে পানপাতার ভালো ফলন হয়েছে। তবে পানবরজে পচন রোগ নিয়ে আতঙ্কে রয়েছেন পানচাষীরা। পানচাষীদের অভিযোগ ওষুধ প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না। তবে কৃষি বিভাগ বলছে, পচনসহ বিভিন্ন রোগ প্রতিরোধে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা।

উপজেলার ঘাসুরিয়া ও মাধবপাড়া গ্রাম দুটি পলি ( বালু) এলাকায় হওয়ায় অন্য ফসলের চেয়ে পান পাতার বরজ লাভ জনক। তাই ওই দুটি গ্রামে গড়ে উঠেছে দেড় শতাধিক পানবরজ। ওই এলাকার চাষীরা পানবরজের প্রতি আগ্রহী। জমিও পানপাতা চাষের উপযোগী।

মাধবপাড়া গ্রামের পানবরজ মালিক মোস্তাফিজুর রহমান জানান, চলতি বছর ফলন ভালো হওয়ার পাশাপাশি দামও ভালো পাচ্ছেনা পান চাষীরা। তবে কিছুদিন থেকে পানবরজে পচন রোগ দেখা দিয়েছে। পচন রোগটা ছোঁয়াছে রোগের মতো। যে বরজে দেখা দিচ্ছে, কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়ছে গোটা বরজে। এই রোগ প্রতিরোধ করা না গেলে ব্যাপক ক্ষতির সম্মুখিন
হতে হবে পানচাষীদের।

ঘাসুরিয়া গ্রামের পানবরজ মালিক নজরুল ইসলাম জানান, এবার বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ার কারণে পানের ফলন ভালো হয়েছে । তবে আতঙ্কে রয়েছে পচন রোগ নিয়ে। ইতিমধ্যেই অনেক বরজেই পচন রোগ দেখা দিয়েছে। পচন ধরেছে পানপাতায়। পানবরজে ওষুধ প্রয়োগ করেও কোন কাজ হচ্ছে না। এ নিয়ে দুশ্চিন্তার ভাজ পড়েছে পানচাষীদের কাপলে।

হাকিমপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোছা. আরেজনা বেগম বলেন, হাকিমপুর উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের ঘাসুরিয়া ও মাধবপাড়া এলাকায় ৪০ হেক্টর জমিতে ১৫৬ টি পানের বরজ রয়েছে। সম্প্রতি কিছু পান বরজে পচন রোগ দেখা দিয়েছে। পান বরজগুলোতে পচন রোগ প্রতিরোধে ছত্রাক নাশক অটোস্কীন, ম্যালছার, অক্সিক্লোবাইট ওষুধ স্প্রে করার পরামর্শ
দেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here