Hillary Rodham Clinton speaks to the reporters at United Nations headquarters, Tuesday, March 10, 2015.  Clinton conceded that she should have used a government email to conduct business as secretary of state, saying her decision was simply a matter of "convenience." (AP Photo/Seth Wenig)

তবে, ব্যক্তিগত ইমেইলে অফিসিয়াল গোপনীয় কোনও নথি তিনি ব্যবহার করেননি বলেই দাবি করেছেন হিলারি। বেশ কয়েকটা মোবাইল ফোন ও ট্যাবলেটে কাজ করার চেয়ে নিজের একটা ব্ল্যাকবেরি ফোন থেকেই সব কাজ একবারে করাটা অনেক সহজ। তাই, কাজের সুবিধার্থেই তখন এই ব্যবস্থা করেছিলেন বলে দাবি তার।

কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে হিলারির অনিরাপদ ইমেইল ব্যাবহারের অভিযোগ দেয়া হয়েছে। অনিরাপদ ইমেইল ব্যবহার করাটা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়ে কি-না সেটিই এখন খতিয়ে দেখছে মার্কিন বিচার দপ্তর। তার এই ইমেইল ব্যাবহার নিয়ে এক ধরণের বিতর্ক রয়েছে।

সন্দেহবাদীরা মনে করেন যে, নিজের আধিপত্য ও এখতিয়ারকে আরও বেশি প্রভাবশালী করার জন্যই তিনি এই কাজ করেছিলেন।

সমালোচকেরা এটাও বলেন যে, অনিরাপদ ইমেইল ব্যাবহার করে হিলারি ক্লিনটন তার নিজের ইমেইলকে হ্যাকারদের কাছে সহজে হ্যাক করার মতন একটি সহজ বিষয়ে পরিণত করেছিলেন। -বিবিসি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here