ঘুমহীন রাত

-হাবিবা বেগম

নিদ্রা আসে না চোখে
নিশ্চলরাতে আজও শুনি আমি
ধর্ষিতা কাঁদে শোকে
ঘুমহীন রাতে চিৎকার শুনি
বুকের পাঁজর রাতশেষে গুনি
তোয়ধির জলে রক্তফেনিল
আজও দেখি ঘুম রোখে।

আজও তন্দ্রার ঘোরে
কালের কবল আমায় জ্বালায়
এখনো মানুষ মোরে
ছুরিকাঘাতেই বীভৎস কেহ
ক্রসফায়ারেই কারও মৃতদেহ
যানজটে পড়ে হচ্ছে পিষ্ট
অতুষ্টি মন গোরে।

পোড়াচোখে নেই ঘুম
চলছে গণিকা বেচাকেনা আজও
শুনি আঁতাতের ধুম
আড়ে চুম্বন কৌশলী ভান
তেষ্টা মেটায় দেহের তুফান
বন্দি করছে আঁধার খাঁচায়
আরও হয় কত গুম।

কাটে নির্ঘুম রাত
উঠছি আঁতকে তরুণ নেশায়
হচ্ছে জীবন ঘাত
দীপ্ত সময় চলে হাহাকার
অপরস্বার্থে হয় ব্যবহার
কুচক্রী ফাঁদে অশ্লীলপথ
যুবসমাজের পাত।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here