দ্বীপ উপজেলা হাতিয়ামুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জনতা বাজার ঘাটে মাছধরা নৌকাডুবে চার জেলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চানন্দী ইউনিয়নের জনতা বাজার ঘাট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে হাতিয়া থানা পুলিশ।
মৃত জেলেরা হলেন চানন্দী ইউনিয়নের কামরুল (১৮), সম্পদ (১২), রাশেদ (২৫) ও রাকিব (১৬)।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, দুইদিন ধরে হাতিয়ার উপকূলীয় নদী ও সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি ছিল। এর মধ্যে সোমবার গভীর রাতে ছয়জন জেলে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান।
মঙ্গলবার ভোরে ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়। এসময় দুই জেলে তীরে উঠতে পারলেও অন্য চারজন নিখোঁজ হন। খবর পেয়ে অনেক চেষ্টার পর দুপুরে জনতা বাজার ঘাট সংলগ্ন নদী থেকে মৃত অবস্থায় ওই চারজনকে উদ্ধার করে পুলিশ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here