মোঃ এনায়েত হোসেন, হাতিয়া থেকে :: আজ সোমবার সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।
এ সময় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে মানুষের নিত্যপ্রয়োজনীয়, চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল, মুরি, ছোলা, ইত্যাদি বেশি দামে বিক্রি ও দোকানে মুল্য তালিকা না থাকায় মোবাইল কোট ১২টি দোকানের বিরুদ্ধে মামলা দায়ের করে ১২জন ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, আমরা যখনি ভ্রাম্যমাণ আদালতের গাড়ি নিয়ে তমরদ্দি বাজারে প্রবেশ করি ঠিক তখনই কিছু অসাধু ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়। একই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে চলাচল করা ও মাক্স ব্যবহার করার জন্য জনসাধারণকে পরামর্শ দেই। 
ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালীন সময় বাংলাদেশ নৌ বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ সহযোগিতা করেন।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here