মোঃ এনায়েত হোসেন, হাতিয়া (নোয়াখালী) :: করোনাভাইরাস থেকে রক্ষায় লকডাউন ঘোষণার মধ্যে হাতিয়া উপজেলা ওছখালীর নিউমার্কেটে দোকান খোলা রাখায় আজ বুধবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও হাতিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সারোয়ার সালাম।

সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা-সম্পৃক্ত লোক নিউমার্কেটে দোকানপাট খোলা রাখে। নিউমার্কেটের প্রধান গেটে বাঁশ দিয়ে বন্ধ রাখলেও ভিতরে চলছে বেচাকেনা। এসময় মোবাইল কোর্ট অভিযানের টের পেয়ে কিছু অসাধু ব্যবসা-সম্পৃক্ত লোক নিউমার্কেটে দোকানপাট বন্ধ করে পালিয়ে যায়। সরকারি নির্দেশ অমান্য করে অযথা ঘুরাঘুরি করার জন্য ৫ জন দোকানদারসহ মোট ১০ জনকে বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক বিভিন্ন পরিমাণে মোট ২৩,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনায় সহায়তা করেন বাংলাদেশ নৌ বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সকলকে মুখে মাক্স ব্যবহার করার জন্য নির্দেশ দেন এবং একই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য স্থানীয় লোকজন কে পরামর্শ দেন ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here