হাটহাজারী: হাটহাজারীতে  লাল শাকের বাম্পার ফলন হয়েছে। শীত মৌসুমে চাষীরা সবজি চাষের পাশাপাশি জমিতে লাল শাক শুরু করেন।

জমিতে এবার অন্যান্য চাষের চেয়েও লাল শাক ফলন ভাল হওয়ায়  চাষীরা খুশি।

পুষ্ঠিকর লাল শাক সবার প্রিয় হওয়ায় পৌর এলাকায় চাষীরা এখন লাল শাক চাষে ব্যস্থ।

চাষীরা বলেন,কম খরছে লাল শাক চাষ করা হলেও ফলন হয় ভাল। তবে লাল শাকের চাহিদা একটু বেশি বলে তারা জানান।

সরেজমিন হাটহাজারী পৌর এলাকার পশ্চিম দেওয়ান নগর ঘুরে কথা হয় চাষী মোহাম্মদ মোজাম্মেল হোসেন এর সাথে তিনি বলেন, কম খরছে লাল শাকের ফলন ভালো হয়। এবার গত বছরের চেয়ে লাল শাকের উৎপাদন ভালো হওয়ায় প্রায় দ্বিগুন লাভের আশা করছেন তিনি। পৌর এলাকার পূর্ব দেওয়ান নগর  এলাকার রাজ্জাক আলী জানান একই কথা। তবে তারা উপজেলা কৃষি অফিস থেকে কোন সহযোগিতা পায়নি বলে জানিয়েছেন।

উপজেলার বুড়িশ্চর ও দক্ষিণ মাদার্শা ইউনিয়নে লাল শাকের আবাদ বেশি। মাদার্শার কৃষক জামাল উদ্দিন জানান,হালদার পাড় এলাকায় সেচ সুবিধা  থাকায় তারা জমিতে অন্যন্যা সবজির চাষের চেয়েও লাল শাকের চাষ নিয়ে ব্যস্থ থাকেন। কারন এই এলাকার লোকজন মধ্যপ্রাচ্য বসবাসকারী তাদের কাছে লাল শাকের চাহিদা বেশি। তারাও উপজেলার কৃষি অফিসের মাঠ পর্যায়ে দায়িত্বরত কাউকে না দেখার অভিযোগ করছেন।

মোহাম্মদ হোসেন/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here