800a0533বিপিএল এর সব খেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইনে। বাঙালির এই ক্রিকেট উন্মাদনা আরো এক ধাপ বাড়িয়ে দিতে গ্রামীণ ফোন আয়োজন করেছে ক্রিকেট নিয়ে বিশেষ অনুষ্ঠান। নাম ‘গ্রামীণফোন হাউজদ্যাট’। এটি পরিচালনা করছেন শাহরিয়ার শাকিল। তিনি এবারই প্রথম এমন কুইজশো পরিচালনা করলেন। প্রতিদিনের এই শোটি উপস্থাপনা করছেন কলকাতার অভিনেত্রী রোজা পারমিতা দে। গত ১০ নভেম্বর থেকে প্রতিদিন বিপিএল খেলার শেষে প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।

নতুন শো ‘হাউজদ্যাট’অনুষ্ঠান প্রসঙ্গে নির্মাতা শাহরিয়ার শাকিল বলেন, ‘ক্রিকেট নিয়ে নির্মিত এই অনুষ্ঠাণে অংশ নিয়েছেন ক্রিকেট পাগল ৫৪জন প্রতিযোগি। অনুষ্ঠানের প্রতি পর্বে তিনজন করে প্রতিযোগী অংশ নিচ্ছেন। সেসব প্রতিযোগিদের মধ্যে থেকে প্রতি পর্বে একজন করে প্রতিযোগী উত্তিন্ন হচ্ছেন কোয়াটার ফাইনালে। এভাবে করে কোয়াটার ফাইনাল খেলবে ১৮ জন প্রতিযোগী। সেখান থেকে ৬জনকে নিয়ে শুরম্ন হবে সেমিফাইনাল রাউন্ড। এই রাউন্ডে প্রতিযোগিদের সঙ্গে যুক্ত হবেন বিনোদন অঙ্গনের ৬জন তারকা শিল্পী। তারা প্রত্যেকেই একজন প্রতিযোগীকে নিয়ে দল গঠন করবেন। এদের মধ্য থেকে ৪টি দল সেমিফাইনাল খেলবে। তারপর দুটো দল যাবে ফাইনাল রাউন্ডে।’

শাহরিয়ার শাকিল আরও বলেন, ‘বিপিএল উপলড়্গে এই শোটি করা হলেও এখানে বিশ্ব ক্রিকেটের পাশাপাশি বিপিএল নিয়েও প্রশ্ন আছে। যে কারণে এই শোটি নিয়ে ইতিমধ্যে বেশ আলোচনাও হচ্ছে।’

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here