ঢাকা : বোরবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মোহাম্মদ ইউনূস আলী আকন্দ হাইকোর্টে রিট দায়ের দায়ের করেন। রিট নম্বর ১১৯৫৬/১৩। রিটে প্রধানমন্ত্রীসহ আরো আনেকেই বিবাদী।

তারা হলেন- স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

রিটটিতে জাতীয় সংসদ ভেঙে দিতে প্রধানমন্ত্রী কর্তৃক রাষ্ট্রপতিকে অনুরোধ জানানোর নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটে ত্রয়োদশ সংশোধনী বাতিল সংক্রান্ত রায়ে পর পর দুইটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের বিষয়ে আপিল বিভাগের আদেশ অনুসরণের নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া তফসিল ঘোষণার আগে সংসদ বহাল থাকা অবস্থায় প্রধানমন্ত্রীকে নির্বাচনকালীন সরকার পরিচালনার অনুমতি দেয়া কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়েছে। বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মো. খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত বেঞ্চে বিষয়টির ওপর শুনানি হতে পারে বলে আইনজীবী জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here