মোরসালিন:: এক দফা এক দাবি হল ক্যাম্পাস খুলে দিবি,দাবি মোদের একটাই, হল- ক্যাম্পাস খোলা চাই। ভ্যাকসিন লাগলে ভ্যাকসিন দাও, তবুও হল খুলে দাও। হৈ হৈ রৈ রৈ, ভিসি স্যার গেলো কই, ক্লাস পরীক্ষা বন্ধ কেনও প্রশাসন জবাব চাই। লাথি মার ভাঙরে তালা, হলেরই বন্ধিশালা এমন স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও আবাসিক হল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ বেলা সাড়ে ১১টায় লাইব্রেরির পিছনে(পরিবহন মার্কেট) থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।। পরবর্তীতে উপাচার্যের বাসভবনে গিয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এসময় সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এটা ভাষার মাস, রফিক, বরকত, সালাম জব্বার আমাদের দেখিয়েছেন কিভাবে সফল হতে হয়। ১৯৯৫২ সালে তারা রক্ত দিয়ে হলেও সফল হয়েছেন আজকের আমাদের এই ক্যাম্পাস ও হল খোলার দাবিও সফল হবে।

আগামী ২৪ ঘন্টার মাঝে যদি ক্যাম্পাস ও হল খোলার কোন সিদ্ধান্ত না আসে তবে আমরা নিজেরাই এর সিদ্ধান্ত নিবো। আগামী ২৪ ঘন্টায় জন্য আন্দোলন স্থগিত ঘোষণা করেন। আগামীকাল যদি কোন সিদ্ধান্ত না আসে তবে আগামীকাল ১১টায় আবারো আন্দোলন অব্যহত রাখবে বলে জানিয়েছেন তারা।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here