হতদরিদ্র শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্কুল ব্যাগ, ছাতা ও কম্বল বিতরণমিলন কর্মকার রাজু কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :: পটুয়াখালীর কলাপাড়ায় গ্রাম সামাজিক শক্তি কমিটির অর্থায়নে হতদরিদ্র দেড় শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্কুল ব্যাগ, ছাতা ও কম্বল বিতরণ করা হয়েছে।

ব্র্যাক টিইউপি কর্মসূচীর উদ্যোগে বুধবার বিকালে মুসুল্লীয়াবাদ দাখিল মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির।

শিক্ষানুরাগী হাজী আঃ রশিদ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্র্যাক পটুয়াখালী আঞ্চলিক ব্যবস্থাপক তপন ভৌমিক, সেক্টর স্পেশালিষ্ট মো. আমিনুল ইসলাম, কোয়ালিটি কন্ট্রোলার উৎপল মজুমদার, উর্ধ্বতন শাখা ব্যবস্থাপক টিইউপি খাইরুল হাসান, ইউএসএসসি কমিটির মাওলানা আনোয়ার হোসেন, মো.আকতারুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে গ্রাম সামাজিক শক্তি কমিটির অতিদরিদ্র একশ শিক্ষার্থীকে স্কুল ব্যাগ ও ছাতা এবং অতিদরিদ্র ৫০ অভিভাবককে কম্বল বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক শক্তি কমিটির ফ্রি কোচিং সেন্টারের আট শিক্ষককে পুরস্কৃত করা হয়।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here