খাগড়াছড়িতে হতদরিদ্রদের মাঝে সেনা বাহিনীর চিকিৎসা সেবাআল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়িতে তিন শতাধিক হতদরিদ্রদের পাশে দাড়িয়ে বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনা বাহিনী। জেলা সদরের ভাইবোনছড়া মুনিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি সদর জোন এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে।

রোববার পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে উপজাতীয় জনগোষ্ঠির লোকজনেরা চিকিৎসা সেবা নিতে অংশ গ্রহণ করেন। এতে ভাইবোনছড়া সাবজোন কমান্ডার ক্যাপ্টেন ফয়সাল আহমেদ, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স’র মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুল বারী উপস্থিত ছিলেন।

এ সময় স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে চকলেট বিতরণ করে সেনা কর্তৃপক্ষ। এ ধরণের মেডিকেল ক্যাম্পেইন ভবিষ্যতেও পরিচালিত হবে বলে জানা গেছে। এ সেবা পেয়ে স্থানীয়রা সহযোগিতা পেয়ে নিরাপত্তা বাহিনীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here