সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছে। এর মধ্যে দু’জনই গাড়ি চালক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু পশ্চিম সংযোগ সড়কের সদানন্দপুর এলাকায় বুধবার ভোর ৫টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী খালেক পরিবহনের যাত্রিবাহী একটি বাস দাঁড়িয়ে ছিলো। পাশেই ছিলো পুলিশের রিকুজিয়েশন করা অপর একটি পিকআপ। এসময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক বাসটিকে পিছন থেকে ধাক্কা দেয়। বাসটিও পুলিশের রিকুজিয়েশন করা পিকআপকে ধাক্কা দেয়। এতে বাস ও পিকআপের নিচে চাপা পড়ে পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়। আহত হয় আরো অনন্ত ৫জন।

নিহতরা হলো সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল আব্দুল বাসেদ (৩২), পুলিশের রিকুজিয়েশন করা পিকআপের চালক সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মফিজুর (৩০) ও বাসের চালক অজ্ঞাত (৪০)।

আহতদের মধ্যে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য মো: জিন্না ও বাস যাত্রী মনিরুলের অবস্থা আশঙ্কাজনক।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here