samsung-phone-explodeইউনাইটেড নিউজ ডেস্ক :: ঘুমন্ত এক ছাত্রীর কানের পাশে ফাটল স্যামসাং গ্যালাক্সি এস। রাতে ঘুমোনোর সময় মাথার পাশে ফোনটি নিয়ে ঘুমোনোর অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু এবার থেকে সাবধান। সোমবার ইন্ডিয়া টুডে সিবিসিকে উদ্ধৃত করে এই খবর প্রকাশ করেছে।
ঘটনাটি ঘটেছে মাসখানেক আগে। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হোপ ক্যাসারলি বলেছেন, তখন রাত দেড়টা বাজে। কানের পাশে প্রচণ্ড এক শব্দে আমার ঘুম ভেঙে যায়। লাফিয়ে উঠে দেখি, আমার ফোনের ব্যাটারিটা জ্বলছে। আমি বুঝতে পারি যে আমার ফোনে আগুন লেগে গেছে।
ছাত্রীটি এও জানিয়েছেন, রাতে মোটেও ফোনটি চার্জে দিয়ে ঘুমাননি তিনি। ফোনের স্ক্রিনটি সিলিংয়ের দিকে রেখছিলেন। ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই স্যামসংয়ের সঙ্গে যোগাযোগ করেন ওই ছাত্রী। কী কারণে এমনটা ঘটল জানতে স্যামসাং কর্তৃপক্ষ ফোনটি কোরিয়ায় পাঠিয়েছে বলে জানা যায়।
সিবিসি নিউজ স্যামসাংকে উদ্ধৃত করে জানিয়েছে, অবিলম্বে সংস্থার পক্ষ থেকে ওই ছাত্রীকে নতুন ফোন দেওয়া হয়েছে। পাশাপাশি সংস্থার দাবি, ওই ছাত্রী ফোনটিতে যে ব্যাটারি ব্যবহার করছিলেন, সেটি আসল নয়। গ্রাহকদের আসল ব্যাটারি ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে স্যামসাং এর পক্ষ থেকে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here