৬৩৫৩৬

মিসু সাহা নিক্কন :: লক্ষ্মীপুরের রামগতিতে স্থানীয় পর্যায়ে টেকশই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উদ্যোগে ওই কর্মশালায় সহশ্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে ভাবমুর্তি উজ্জ¦ল সহ গোটা দেশের উন্নয়নের এ ধারাবাহিতকা অব্যাহত রাখতে সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকশই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বন্ধপরিকর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম অরিচুল হক, ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা জান্নাত, লক্ষ্মীপুর জেলা আইসিটি ডিবিশানের সহকারী প্রোগ্রামার মোঃ মাহছুদুর রহমান, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, এনজিও কর্মী, সাংবাদিক, সমাজসেবকসহ প্রমুখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here