www.unitednews24.comমোহাম্মদ হোসেন, হাটাহাজারী প্রতিনিধি :: হাটহাজারীতে স্কুল ছাত্রীর শ্লিলতাহানীর অভিযোগে অভিযুক্ত শিক্ষক আবদুল হালিমকে গ্রেফতারের দাবিতে আজ রবিবার(১৬ নভেম্বর) অভিভাবক ফোরাম এর ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

সকাল ১১ টা থেকে ১ ঘন্টা হাটহাজারী- রাউজান মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এ মানব বন্ধ কর্মসূচী পালন করা হয়।

এরপর ঘটনার বিচারে দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

গত ৫ নভেম্বর হাটহাজারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর জেএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে প্রাইভেট পড়াতে এনে কতিথ শিক্ষক শ্লিলতাহানী করার অভিযোগ এনে ছাত্রীর পিতা গত ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার ও থানায় অভিযোগ দায়ের করেন।

থানা ওসি মোঃ ইসমাইল পিপিএম অভিযোগ পেয়েএসআই হাবিবুর রহমানের মাধ্যমে তদন্ত করে ১৪ নভেম্বর নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগটিকে মামলা হিসাবে রেকর্ড করেন।

ঘটনাটি হাটহাজারী থেকে নির্বাচিত সাংসদ ও পানি সম্পদ মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কে অবহিত করলে তিনি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানার ওসিকে নির্দেশ দেন।

এদিকে অভিযুক্ত শিক্ষককে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে মাদার্শা দিশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে।

এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here