কক্সবাজার: সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনের নিকটবতী সাগর থেকে ১৮১জনকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।

মঙ্গলবার ভোর সকাল ৫টায় সেন্টমার্টিন দ্বীপের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনা থেকে তাদের আটক করা হয়। এ সময় দুটি ট্রলারও জব্দ করা হয়েছে।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার দেওয়ান রফিকুল আনোয়ার জানিয়েছেন, মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হলে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের মোহনা থেকে দুটি ট্রারযোগে মালয়েশিয়ায় পাচারকালে ১৮১ যাত্রীকে আটক করা হয়েছে।

দেশের বিভিন্ন স্থান থেকে তাদের সেন্টমার্টিনে আনা হয়। পরে দুটি ট্রলারযোগে তাদের নিয়ে মালয়েশিয়ার পথে রওয়ানা দেয় পাচারকারীরা। আটক ১৮১জনকে টেকনাফ সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারের পর তাদের নিয়ে টেকনাফের উদ্দেশে রওয়ানা দেওয়া হয়েছে।

কক্সবাজার টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ জানিয়েছেন, মালয়েশিয়াগামী ১৮১ জনকে তাদের আত্মীয়স্বজনের হসত্মানত্মর করা হবে।

সূত্র জানায়, উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন থাইল্যান্ডের ও ছয়জন মিয়ানমারের নাগরিক ছাড়া নারী ও শিশু রয়েছে।

কামাল আজাদ/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here