ঢাকা: যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেনাবাহিনীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার নিজ কার্যালয়ে এনডিসি এবং সামরিক কোর্স -২০১৩ উপলক্ষ্যে এনডিসি কমান্ড্যান্ট, ফ্যাকাল্টি, স্টাফ সদস্যদের উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সবসময় শান্তিতে বিশ্বাস করে। আমরা শান্তি চাই। কিন্তু সশস্ত্র বাহিনীকে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে শুধু যুদ্ধের জন্য শক্তিশালী হলেই চলবে না। বাংলাদেশসহ বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে তাদের সচেষ্ট হতে হবে।
প্রধানমন্ত্রী এসময় বিশ্বব্যাপী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর গুরুত্বও তুলে ধরেন।
সশস্ত্র বাহিনীর উন্নয়নের জন্য নেয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা সশস্ত্র বাহিনীর জন্য বরাদ্দ বৃদ্ধি করেছি, যাতে তারা বিশ্বের অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে।
অনুষ্ঠানে চীন, ভারত, মিশর, নাইজেরিয়া, সৌদি আরব এবং জর্ডানসহ ২৬টি দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশ নেন।

সূত্র: বাসস।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here