ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।রোববার ডিএসই ও সিএসইসূত্রে এ তথ্য জানা যায়।

এদিন ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্সের লেনদেন শুরু হয় ৭ হাজার ২৫৮ পয়েন্ট থেকে।  বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৩২৯ পয়েন্টে।  এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৬০৯ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৮০ পয়েন্টে।

এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৩টি কোম্পানির শেয়ারের।  দাম কমেছে ১৩১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪২টির।

অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১৫৫ পয়েন্ট বেড়ে ২১ হাজার ২৮৬ পয়েন্টে অবস্থান করছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here