rajjak-_un24শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে এখনই বাড়ি ফিরতে পারছেন না তিনি। রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে(আইসিইউ)বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. আদনান ইউসুফ চৌধুরীর চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন রাজ্জাক।

চিকিৎসকের বরাত দিয়ে নায়করাজের ছোটছেলে চিত্রনায়ক সম্রাট সোমবার সকাল পৌনে ১১টায় বলেন, বাবা এখন ভালো আছেন। সারারাত ঘুমিয়েছেন। সকালে ঘুম থেকে উঠে খেয়েছেন। চিকিৎসকরাও জানিয়েছেন দ্রুতই বাসায় ফিরতে পারবেন।

সম্রাট আরও বলেন, বাবার শারীরিক অবস্থা এখন যেমন রয়েছে তাতে বাসায় নিয়ে যাওয়াটা একটু ঝুঁকিপূর্ণ। তাই আমরা বিষয়টি চিকিৎসকদের উপর ছেড়ে দিয়েছি। চিকিৎসকরা যদি আরও ১০দিন হাসপাতালে রাখতে বলেন। আমরা তাই করবো। চিকিৎসকরা যখনই বাসায় নিয়ে যেতে বলবেন তখনই নিয়ে যাব।

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে কিনা জানতে চাইলে সম্রাট বলেন, বাবাকে এর আগেও বিদেশে চিকিৎসা করানো হয়েছে। ঢাকার চিকিৎসকরা জানিয়েছেন বিদেশে নেওয়ার আপাতত প্রয়োজন হবে না।

নায়করাজের জন্য সবার কাছে দোয়া চান সম্রাট। তিনি বলেন, বাবাকে এদেশের মানুষ ভালোবাসে। বাবার অসুস্থতার খবর শুনে সবাই খোঁজ নিচ্ছে। অনেকেই ফোন করছেন। আমরা সবার ফোন ধরতে পারছি না। এতে কেউ কিছু মনে করবেন না। সবাই বাবার জন্য দোয়া করবেন।।

প্রসঙ্গত গত ২৬ জুন ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন ৭৩ বছর বয়সী নায়করাজ রাজ্জাক ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here