নোয়াখালী সুবর্ণচর উপজেলায় চরবাটা ইউনিয়নে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যার করেছে। ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক স্বামী সন্‌জয় চন্দ্র দেবনাথ (২৮), শ্বশুড় দশরথ চন্দ্রদেবনাথ (৫৫), শ্বশুড়ী স্বপ্না রানীদেব নাথ (৪৫), তিন জনকে আটক করেছে।

Nokhaliলিটন চন্দ্র দাস, সুবর্ণচর(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচর উপজেলায় চরবাটা ইউনিয়নে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী ও শিশুপুত্রকে কুপিয়ে হত্যার করেছে। ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক স্বামী সন্‌জয় চন্দ্র দেবনাথ (২৮), শ্বশুড় দশরথ চন্দ্রদেবনাথ (৫৫), শ্বশুড়ী স্বপ্না রানীদেব নাথ (৪৫), তিন জনকে আটক করেছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৯টায় চরবটা ইউনিয়নের শিবচরণ গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত লাকী রানী নাথ সুবর্ণচর উপজেলার ৭নং চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামের রতন চন্দ্র দেবনাথে মেয়ে।

নিহত বাবা রতন  চন্দ্র দেবনাথ জানান, ৩ বছর আগে সুবর্ণচর উপজেলার পাশ্ববর্তী ০২নং চরবাটা ইউনিয়নের শিবচরণ গ্রামের দশরথের ছেলে সন্‌জয় নাথের সঙ্গে লাকী রানী নাথের বিয়ে হয়। দুই বছর আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান হয়। বিয়ের পর থেকেই সন্‌জয় ও লাকীর মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে দাম্পত্য কলহ লেগে থাকতো।তারই এ সূত্র ধরে আমার মেয়ে ও নাতীকে কুপিয়ে হত্যা করেছে।

নিহতরা হলেন, উপজেলার চরবাটা ইউনিয়নের শিবচরন গ্রামের সন্‌জয় চন্দ্র দেবনাথের স্ত্রী  লাকী রাণী নাথ(২৭)ও শিশুপুত্র হরিচাঁন চন্দ্রদেব নাথ(০২)।

স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই সন্‌জয় ও লাকীর মধ্যে পারিবারিক বিরোধের জের ধরে দাম্পত্য কলহলেগে থাকতো।

শুক্রবার রাতে তাদের মধ্যে পুনরায় দাম্পত্য করহের জের ধরে ঝগড়া হয়।এরই এক পর্যায়ে স্বামী সন্‌জয় শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৯টায়  তার স্ত্রী ওশিশুপুত্রকে কুপিয়ে হত্যা করে। পরে মৃতদেহগুলো বাড়ির পিছনে লুকিয়ে রাখতে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘাতক সন্‌জয়সহ তার তিন সহযোগীকে আটক করে।

চর জব্বর থানার অফিসার ইন-চার্জ মো: নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দু”জনের মরদেহ উদ্ধার করেছে।

এ হত্যাকান্ডের ঘটনায় স্থনীদের সহযোগিতায় ৩জনকে আটক করেছে পুলিশ। নিহতর বাবা রতন চন্দ্র নাথ ৫জনকে আসমী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here