সুবর্ণচরে ফণীতে ক্ষতিগ্রস্থ ৫০পরিবার পেল নতুন ঘর

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে ‘ফণী’র আঘাতে ক্ষতিগ্রস্থ ২৩৫ পরিবারের মধ্যে“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার অঙ্গিকার” প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে ৫০ টি পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সদর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও চাবি হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি একরামুল করিম চৌধুরী ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে ঘরের চাবি তুলে দেন।

এসময় সংবাদকর্মী আব্দুল বারী বাবলুর উপস্থাপনায় ও উপজেলা নির্বাহী অফিসার এএসএম ইবনুল হাসান ইভেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ নেতা মো.মাহবুবুর রহমান জাবেদ, চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাহেদ উদ্দিন প্রমূখ।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here