ডেস্ক রিপোর্ট : : সুন্দরবন থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলানদীর ধুনছেবাড়িয়া চর থেকে মৃত বাঘটি উদ্ধার করা হয়।

মৃত বাঘটিকে শরণথোলা রেঞ্জ অফিসে রাখা হয়েছে। শনিবার (২০ মার্চ) ময়নাতদন্ত শেষে বাঘটিকে মাটিচাপা দেওয়ার কথা রয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, নিয়মিত টহলের সময় বন রক্ষীরা ধুনছেবাড়িয়া চরে একটি মৃত বাঘ দেখতে পায়। পরে বাঘটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বাঘটির শরীরে হালকা পচন ধরেছে। ধারণা করছি দুই-তিনদিন কোথাও বাঘটির মৃত্যু হয়েছে।

জোয়ারের পানিতে ভেসে চরে এসে আটকে পড়েছে। বাঘটির বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে। শনিবার প্রাণি সম্পদ বিভাগের কর্মকর্তাদের সহায়তায় ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেওয়া হবে। মৃত্যুর সঠিক কারণ জানতে স্যাম্পল ঢাকাস্থ ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here