তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃবহালের দাবিতে ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুমহত্যা ও টিপাইমুখে বাঁধের প্রতিবাদে পৃথক পৃথক গণমিছিল করেছে জেলা বিএনপি’র বিবাদমান দু’টি গ্রুপ। গণমিছিলে পুলিশের হামলায় ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন- রুবেল (২২), মোহাম্মদ আলী (৩৫), ময়না মিয়া (২৭), নূর আলম (২৮) এবং মোনাজ্জির (২৯)। অন্যান্য তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। আজ রোববার বেলা পৌনে ১২টার দিকে সুনামগঞ্জ স্টেডিয়াম থেকে জেলা বিএনপি’র সাধারণ সমপাদক কলিমউদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে জেলা বিএনপি’র একাংশের গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সমপাদক কলিমউদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ছাত্রদল নেতা সৈয়দ শফিকুল ইসলাম প্রমুখ।

কলিমউদ্দিন মিলন  জানান, সমাবেশ শেষে মিছিল সহকারে পুনরায় সুনামগঞ্জ থানার সামন দিয়ে স্টেডিয়ামে যাবার সময় শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করে এতে বিএনপি’র ও অঙ্গ সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়।

সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী জানান, বিএনপি’র কর্মীরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করেছে।

অপরদিকে জেলা বিএনপি’র সভাপতি সাবেক হুইপ ফজলুল হক আছপিয়ার নেতৃত্বে বিএনপি’র অপরাংশ দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কাজির পয়েন্ট থেকে গণমিছিল বরে হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ ফজলুল হক আছপিয়ার, বিএনপি নেতা সেলিম উদ্দিন, আবুল মুনসুর মোহাম্মদ শওকত, পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

ইউনাইটেড নু্জি ২৪ ডট কম/এম এ কাসেম/সুনামগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here