সুনামগঞ্জের শাল্লা উপজেরায় বুধবার,দুপুর-১টায় দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহতদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্য আহতদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক ভাবে আহতদের নাম জানা যায়নি।
স্থানীয় সূত্রে জনা যায়, বুধবার সকালে উপজেলার বাহারা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হুসেনের লোক একই ইউনিয়নের সুলতানপুর গ্রামের  কামরুল তার গ্রামের পার্শ্ববর্তী মাইতি জলমহালে মাছ ধরতে যায়। এসময় উপজেলা যুবলীগের সভাপতি তকবীর হুসেনের পক্ষের সুলতানপুর গ্রামের লোকজন বাধা দেয়। এর জের ধরে দুপুর-১টায় শাল্লা কলেজ রোডে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ  হাবিবুর রহমান জানান,বর্তমানে এলাকার পস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/এম এ কাসেম/সুনামগঞ্জ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here