সুচিত্রা সেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে পাবনায় স্মরণসভাকলিট তালুকদার, পাবনা প্রতিনিধি :: প্রদীপ প্রজ্জলন, নিরবতা পালন ও স্মৃতিচারনের মধ্য দিয়ে আজ শনিবার দুপুরে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা প্রয়াত সুচিত্রা সেনের প্রথম মৃত্যবার্ষিক পালন করেছে পাবনার অন্যতম নাট্য সংগঠন পাবনা ড্রামা সার্কেল।

শহরের আওরঙ্গজেব সড়কে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু।

বেলা ১২টায় প্রয়াত সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তাঁর আত্মার শান্তি কামনায় প্রদীপ প্রজ্জলন ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

পাবনা ড্রামা সার্কেলের আজীবন সদস্য সিরাজুল ইসলাম হীরার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল হক চুন্নু, সাধারণ সম্পাদক রাম দুলাল ভৌমিক, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি মুরশাদ সুবহানী, চিকিৎসক সরওয়ার জাহান ফয়েজ, পাবনা সিটি কলেজের প্রভাষক শামসুন্নাহার বর্ণা, মাচরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা, চ্যানেল আই ও যুগান্তরের পাবনা জেলা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার, পাবনা ড্রামা সার্কেলের সভাপতি হাফিজ রতন, আজীবন সদস্য ও সাংগঠনিক সম্পাদক ভাস্কর চক্রবর্তি এবং সাধারণ সম্পাদক সরোয়ার উল্লস।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রজমান রাসেল।

স্মরণ সভায় বক্তারা প্রয়াত সুচিত্রা সেনের আত্মার শান্তি কামনা করেন। সেই সঙ্গে তাঁর প্রথম প্রয়ান দিবস উপলক্ষে তাঁর পাবনার পৈত্রিক বাড়িটিতে অবিলম্বে সুচিত্রা সেনের নামে একটি সংগ্রহশালা তৈরির দাবী জানান।

উল্লেখ্য, সুচিত্রা সেনের জন্ম ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা শহরের গোপালপুর মহল্লর হেমসাগর লেনে তাঁর পৈত্রিক বাড়িটিতে কৈশর শৈশবের দিন কাটান।

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here