ঢাকা: সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পেোতে রোববার সরকারি বাহিনীর বিমান হামলায় দুই চিকিৎসকসহ ৫৬ জন নিহত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটর ফর হিউমেন রাইটসের বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
অবজারভেটরির পরিচালক রামি আবদুল রহমান জানান, আলেপ্পোর মাসাকেন হানানো এলাকায় হেলিকপ্টার থেকে ব্যারল বোমা নিক্ষেপ করে সিরিয় সেনারা। এতে ৫৬ জন নিহত হয়। নিহতদের মধ্যে দুই জন চিকিৎসক এবং সাত শিশুও রয়েছে। এলাকায় স্বেচ্ছাসেবী হিসেবে স্থানীয়দের চিকিৎসা করার সময় ওই চিকিৎসকরা নিহত হন বলে আবদুল রহমান জানান।
তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।।
এর আগে গত সপ্তাহে আলোপ্পোতে বিমান হামলায় আরো শতাধিক লোক নিহত হয়েছিল।
রোববার সিরিয়ার বাহিনী আলেপ্পোর আশপাশের শহরগুলোতেও বিমান হামলা চালায়। মারিয়া শহরে এক বিমান হামলায় ৯ জন নিহত এবং আরো ৪০ জন আহত হয়।বেশ কয়েকটি ঘরবাড়িও বিধ্বস্ত হয়।
অবজারভেটরি আরো বলছে, ওষুধ ও জরুরি চিকিৎসা সামগ্রির সঙ্কট দেখা দেয়ায় হামলায় আহতদের চিকিৎসায় সমস্যা দেখা দিয়েছে।
জাতিসংঘের পরিসংখ্যান মতে, সিরিয়ায় ২০১১ সালের মার্চে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তবে অবজারভেটরির দেয়া তথ্যমতে নিহতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here