আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় রোববার সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটসের বরাত দিয়ে রয়টার এ খবর জানিয়েছে।
রোববার বিদ্রোহীদের ঘাঁটি বলে পরিচিত আলেপ্পোর ছয়টি জেলায় বিমান থেকে কয়েক দফা বোমা নিক্ষেপ করা হয়।এতে ৩৬ জন প্রাণ হারায়।
এদের মধ্যে ১৫টি শিশু, ১৮ বছরের এক তরুণ ও একজন নারীও রয়েছেন।তবে নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে অবজারভেটরি। কেননা হামলায় আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশের বাণিজ্যিক নগরী আলেপ্পোতে বিভিন্ন সময়ে ভয়াবহ হামলা চালিয়ে আসছে আসাদ বাহিনী। ২০১১ সালের মার্চে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত ১ লাখ ২৬ হাজার লোক নিহত হয়েছে।ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে আরো লাখ লাখ মানুষ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here