সিরিয়ার রাজধানী দামেস্কর একটি নিরাপত্তাঘাঁটিতে পরপর দুই দফা ভয়াবহ গাড়িবোমা হামলায় ৪০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। নিহতদের মধ্যে সেনা ও বেসামরিক নাগরিক রয়েছে।

শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

সিরিয়ার দুনিয়া টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে রয়টার্স ও বিবিসি এ খবর জানিয়েছে।

সিরিয়ার ওই টিভি চ্যানেলটি জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তাবিষয়ক প্রশাসনিক কার্যালয় ও স্থানীয় নিরাপত্তা ভবন লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। হামলার পর পুরো এলাকা রক্তাক্ত হয়ে পড়ে। সেখান থেকে আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতলে নিয়ে যেতে দেখা গেছে।

দেশটির জঙ্গি সংগঠন আল-কায়েদা ওই হামলা করে থাকতে পারে ধারণা করছে সরকারি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত মার্চ থেকে দেশটিতে সরকার ও সাধারণ মানুষের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষ চলছে। সরকার বিরোদী এই আন্দোলনে সহিংসতা বন্ধ করতে আরব লিগের একটি পর্যবেক্ষক দল দামেস্কে অবতরণের পরদিনই এ হামলা হল।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here