জাতিসংঘের সাধারণ পরিষদ সিরিয়ায় সহিংসতা বন্ধে আরব দেশ গুলোর আনা একটি প্রস্তাব গ্রহণ করেছে।

চীন এবং রাশিয়া বিপক্ষে অবস্থান নেওয়ার পরও জাতিসংঘে গৃহীত এই প্রস্তাবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

চীন ও রাশিয়া ভেটো দেওয়ার ১২ দিন পর জাতিসংঘের সাধারণ পরিষদে এই ভোটাভোটি অনুষ্ঠিত হল।

আরবদেশগুলোর আনা প্রস্তাবের পক্ষে ১৩০ ভোট পড়েছে, আর বিপক্ষে ভোট পড়েছে ১২ টি। তবে ১৭ টি দেশ ভোট দানে বিরত ছিল।

এতে করে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশেরও বেশি সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

এই প্রস্তাবে সিরিয়ার সরকারকে সহিংসতা বন্ধের কথা বলা হয়েছে।

আরব লিগ সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তনের যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে , গৃহীত প্রস্তাবটি তারই অংশ বলে বলা হচ্ছে , যেখানে বাশার আল আসাদকে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে।

এর আগে নিরাপত্তা পরিষদে একই ধরনের একটি প্রস্তাবে ভেটো দেওয়ার পর, সাধারণ পরিষদের এই প্রস্তাবের বিপক্ষেও ভোট দেয় চীন ও রাশিয়া।

সাধারণ পরিষদে ভেটো দেওয়ার কোন সুযোগ না থাকলেও এই সিদ্ধান্তের পক্ষে যে বিশ্বজনমতের একটা বড় অংশের সমর্থন আছে, তার প্রমাণ হয়েছে বলে বলা হয়েছে।

প্রস্তাবটি জাতিসংঘে গৃহীত হওয়ার আগে আলোচনায় সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি এর বিরোধীতা করে বক্তব্য রাখেন।

সিরিয়ার রাষ্ট্রদূত বলেন, যেকোন ধরনের পক্ষপাতযুক্ত উদ্দেশ্যহীন প্রস্তাব চরমপন্থী ও সন্ত্রাসীর জন্য ভুল বার্তা বয়ে নিয়ে যাবে।

যার ফলে সন্ত্রাসীদের সহিংস কর্মকান্ডের পেছনে জাতিসংঘের সমর্থন আছে। এমন ধারণা হতে পারে বলে তারা মনে করেন।

এদিকে রাশিয়া বলেছে, তারা এই প্রস্তাবেকে সমর্থন করেনি, কেননা এই প্রস্তাবে সিরিয়ায় সহিংসতা বন্ধে মূল দুটো বিষয়ের প্রতিফলন ঘটেনি।

তারা চায় শুধু সিরিয়ার সরকার নয়, সব পক্ষকেই সহিংসতা বন্ধ করতে হবে এবং আলোচনার মাধ্যমে রাজনৈতিক উপায়েই এই সমস্যার সমাধান করা উচিৎ বলে তারা মনে করে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আন্তর্জাতিক ডেস্ক

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here