সিরিয়ার দুই মাথাওয়ালা শিশুর জন্মসায়ান তানভি :: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ইদলিব শহরে অদ্ভূত আকৃতির একটি শিশু জন্মগ্রহন করেছে। শিশুটির শরীর একটি হলেও মাথা দুটো। গত বৃহস্পতিবার শিশুটি জন্মগ্রহণ করে। এই শিশুর জন্মকে বলা হচ্ছে বিরল একটি ঘটনা।

সংবাদমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, সিরিয়ায় চিকিৎসা সক্ষমতা অপ্রতুল হওয়ায় শিশুটিকে তুরস্কে পাঠানো হয়েছে। সিরিয়ার প্রেস সেন্টার তাদের ফেসবুক পেজে শিশুটির ছবি পোস্ট করেছে।

এটা বলাবাহুল্য সিরিয়ার ইদলিব শহরটি দীর্ঘদিন ধরে সরকার বিরোধী সশস্ত্র গ্রুপগুলোর দখলে আছে। সেখানে বেশ কয়েকবার রাসায়নিক অস্ত্রের ব্যবহার হয়েছে বলেও বিভিন্ন মহল দাবী করেছে, যাতে বহুলোক নিহত ও অসংখ্য মানুষ আহত হয়েছে। তবে সরকার বা বিরোধী পক্ষ কেউই রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ স্বীকার করে নি, বরং একে অপরকে দায়ী করেছে।

সূত্র: আল আরাবিয়া

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here