19-1অভিষেকের পর টানা দুই টেস্টে ১৯টি উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের অন্যতম বোলিং ভরসা মেহেদী হাসান মিরাজ। এই অর্জনে ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হন তিনি।

এর আগে এমন একটি রেকর্ড ছিল অস্ট্রেলিয়ান জন জেমস ফেরিসের। অস্ট্রেলিয়ান এ বাঁহাতি অর্থোডক্স বোলার ক্যারিয়ারে মাত্র নয় টেস্ট খেলে রেখেছিলেন এক বিশ্বরেকর্ড, যা ছিল দীর্ঘ ১২৯ বছর। তবে সেই রেকর্ড এবার নিজের করে নিলেন বাংলাদেশের তরুণ বোলার মেহেদী হাসান মিরাজ। অভিষেকের পর টানা দুই টেস্টে ১৯টি উইকেট নিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন ১৯ বছর বয়সী বিস্ময়কর বালক।

১৮৮৭ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই অস্টেলিয়ার ঘরের মাঠ সিডনিতে প্রথম টেস্টে ১১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন ফেরিস। এবার সেই ইংল্যান্ডের বিপক্ষেই বাংলাদেশের ঘরের মাঠে এ রেকর্ডটি ভাঙেন নতুন রেকর্ডের জন্মদিয়েছেন মিরাজ। ফেরিস আর মিরেজার উইকেট নেয়াওয়ার সিস্টেমটা পুরো উল্ট। মিরাজ প্রথম ম্যাচে ৭ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে ১২টি উইকেট নিয়ে এ বিরল রেকর্ডটি গড়েন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here