সৌদি আরবেডেস্ক নিউজ :: সৌদি আরবে চালু হতে চলেছে সিনেমা হল। রাজধানী রিয়াধেই দেশের এই প্রথম সিনেমা হলটি চালু হবে। সিনেমা হল নির্মাণের জন্য প্রাথমিক চুক্তি স্বাক্ষর হয়ে গিয়েছে। শীঘ্রই নির্মাণের কাজ শুরু হয়ে যাবে বলে সলমন আবদুল্লাজিজের প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

জানা গিয়েছে, মূলত ধর্মীয় কারণেই এতদিন কোনও সিনেমা হল সৌদি আরবে নির্মিত হয়নি। তবে তরুণ প্রজন্ম গত কয়েক বছর ধরে সিনেমা হল তৈরির জন্য প্রচার চালাচ্ছিল।

সম্প্রতি মিউনিসিপ্যাল নির্বাচনে মহিলাদের ভোট দেওয়া এবং ভোটে লড়ার অধিকার স্বীকৃত হওয়ার পর সিনেমা হল চালু করার সিদ্ধান্ত নিল সৌদি আরবের প্রশাসন।

ইতিমধ্যে সিনেমা থিয়েটার নির্মাণের জন্য প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়ে গিয়েছে। শীঘ্রই নির্মাণের কাজ শুরু হবে বলে এদিন প্রশাসনের তরফে ঘোষণা করা হয়।

ইসলাম ও সৌদি আরবের ঐতিহ্য মেনেই সিনেমা হলটি নির্মিত হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here