মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি ::

শুক্রবার (১০জুন) দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শান্ত খান-শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ‘বিক্ষোভ’ সিনেমাটি। নিরাপদ সড়ক চাই আন্দোলনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও চিত্রনায়ক শান্ত খান।

এটি শান্ত অভিনীত মুক্তি পাওয়া দ্বিতীয় সিনেমা। সিনেমাটি মুক্তির দিনে প্রচারণা শেষ করে শান্ত খান বলছেন, ‘প্রথম দিন ভালোই সাড়া পেয়েছি। মধুমিতাসহ বেশকিছু প্রেক্ষাগৃহে গিয়ে দর্শক সারিতে বসে সিনেমাটি উপভোগ করেছি। অধিকাংশ প্রেক্ষাগৃহ হাউজফুল ছিল। দর্শক সিনেমাটি পছন্দ করেছে।’
শান্ত আরও বলছেন, ‘প্রেক্ষাগৃহ থেকে জানানো হয়েছে করোনার পর ঈদের সিনেমা ছাড়া উৎসবের বাইরে এ সময়ের মধ্যে যেসব সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে সব থেকে বেশি কালেকশন হয়েছে আমার সিনেমা থেকে। প্রথম দিনেই অনেক প্রেক্ষাগৃহের শো হাউজফুল ছিল। সিনেমা দেখে অনেকেই ফোন করে তাদের ভালো লাগার কথা জানিয়েছে। দর্শকদের এমন সাড়ায় আমি অনেক আনন্দিত। মানুষ এভাবে ভালোবাসা দেবেন ভাবতে পারিনি। দর্শক আমাকে শুভকামনা জানিয়েছেন এটাই সবচেয়ে বড় পাওয়া।’

শাপলা মিডিয়া প্রযোজিত নিরাপদ সড়ক আন্দোলনের গল্পের সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। শ্রাবন্তী-শান্ত ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন রাহুল দেব, সাদেক বাচ্চু, রজতাভ দত্ত, শুভশ্রী কর, সাবেরী আলমসহ অনেকে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here