সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ::
পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সাড়ে ৬ হাজার ফলন্ত তরমুজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর পৌনে ১ টার দিকে গিয়াস উদ্দিন তরমুজ ক্ষেতে সার প্রয়োগ করার সময় হঠাৎ আসামিদের অতর্কিত হামলায় গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুত্বর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় শনিবার রাতে মো. জহিরুল মৃধা, মো. মনিরুল মৃধাসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরো ৫ জনকে অজ্ঞাত দেখিয়ে গিয়াস উদ্দিনের স্ত্রী আছমা বাদী হয়ে গলাচিপা থানায় অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার জানান, মারধর করার ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তরমুজ গাছ কাটার ব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে কঠোর আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here